আন্তর্জাতিক ডেস্ক : পোলট্রি থেকে স্যালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। সালমোনেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় পোষা মুরগিকে চুমু না খাওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই আহ্বান জানিয়েছে।
শনিবার (২৩ মে) বিবিসি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৪৩টি রাজ্যে ১৬৩ জন সালমোনেলায় আক্রান্ত হন। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামে সিডিসি ও জনস্বাস্থ্য কর্মকর্তারা।
সিডিসি বলেছে, ‘পাখিদের চুমু দেবেন না কিংবা জড়িয়ে ধরবেন না, এর মাধ্যমে আপনার মুখে জীবাণু প্রবেশ করতে পারে এবং আপনাকে অসুস্থ করতে পারে।’
যুক্তরাষ্ট্রে অবশ্য সালমোনেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণ এবার প্রথম নয়। গত বছরও দেশটির ৪২টি রাজ্যে চার শতাধিক মানুষ ব্যাক্টেরিয়ার সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন।
মুরগি বা এ ধরনের প্রাণির খাবার বা পানি থেকে এই ব্যাক্টেরিয়া ছড়ায়। অনেক সময় এই ব্যাকটেরিয়া তাদের মল, পালক কিংবা ডিমের মধ্যে থাকে। সেখান থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ব্যাক্টেরিয়া।
মানুষের মধ্যে এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটলে পেটে ব্যাথা, ডায়রিয়া বা কখনও তা গুরুতর সমস্যা তৈরি করে।
সাননিউজ/এএসএম