আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুলাই খুলছে আইফেল টাওয়ার। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো আইফেল টাওয়ার। এরই মধ্যে কিছু কিছু দেশ করোনা সামলে নিয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) প্যারিসের এ বিখ্যাত স্থাপনার অপারেটর একথা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন পরিদর্শকের সংখ্যা ১০ হাজার জনে সীমাবদ্ধ রাখা হবে। এ সংখ্যা করোনা পূর্ববর্তী পরিদর্শক সংখ্যার অর্ধেকেরও কম।
উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক গেম উপলক্ষে আইফেল টাওয়ারকে সবচেয়ে দৃষ্টি নন্দন করতে এ ঐতিহাসিক স্থাপনার ১৩০ বছরের ইতিহাসে টাওয়ারটির ব্যাপক সংস্কার করা হচ্ছে।
সান নিউজ/বিএস