আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে।
অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরাইলের ভেতরেও গতকাল (মঙ্গলবার) সাধারণ ধর্মঘট পালিত হয়েছে।
লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরের বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে। তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানায় নি টেলিভিশন চ্যানেলটি।
মজার ব্যাপার হচ্ছে- এই ধরনের বিক্ষোভ ইসরাইলের ভেতরে এই প্রথম নয়; গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরাইলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই এ ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হয়ে আসছে ইসরাইলের অভ্যন্তরে। বিক্ষোভকারীরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানাচ্ছে।
ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পর থেকে ২১৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৬১টি শিশু, ৩৬ জন নারী এবং ১৬ জন বৃদ্ধ লোক রয়েছেন। বর্বর আগ্রাসনে আহত হয়েছেন অন্তত ১,৪৪২ জন।
সান নিউজ/এসএম