আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় অস্ট্রিয়ার এক সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রেসুল ইয়েগিট দেশটির ক্ষমতাসীন দল ওভিপির (অস্ট্রিয়ান পিপলস পার্টি) সংসদ সদস্য ছিলেন।
রেসুল ইয়েগিট কয়েক বছর ধরে ওভিপিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের নিবেদিত কর্মী হিসেবে পরিচিত।
সম্প্রতি তিনি ফেসবুকে ‘ফ্রি ফিলিস্তিন’ লিখাসহ একটি ফিলিস্তিনি পতাকা পোস্ট করেন।
ইয়েগিট বলেন, ‘যদি কোনো দেশের প্রধানমন্ত্রী তার সরকারি কার্যালয়ে অন্য দেশের পতাকা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে রাজনীতিবিদ এবং জনগণ যে কেউ তাদের মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যে, অস্ট্রিয়ার সরকারের সিদ্ধান্ত এর বিপক্ষে ছিল।’
গত শুক্রবার এমপি রেসুল ইয়েগিট ‘ফ্রি প্যালাস্টাইন’ লিখে ফিলিস্তিনের পতাকা তার ফেসবুকের প্রোফাইল পিকচারে রাখেন।
রেসুল ইয়েগিট জানান, এর দেড় ঘণ্টা পরই দলের প্রধান কার্যালয় থেকে তাকে ফোন করে বহিষ্কারাদেশের বিষয়টি জানিয়ে দেয়া হয়। তাকে বলা হয়েছিল, তিনি আর দলে ফিরতে পারবেন না।
সূত্র: আনাদোলু
সাননিউজ/এএসএম