আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের অনেক দেশ এখন একবারে লকডাউন তুলে নেওয়ার দিকে ঝুঁকছে, যার ফল আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে হুট করে একবারে নয়, লকডাউন প্রত্যাহার করতে হবে ধাপে ধাপে। এমনটাই পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বর্তমানে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে চলছে লকডাউন। ইতিমধ্যে জার্মানি ও ভারতসহ কিছু দেশ সীমিত আকারে লকডাউন তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর থেকে আগামী মাসের গোড়ার দিকেই লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও দেশটির করোনাভাইরাস পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
এছাড়া রমজান শুরুর মুখে লকডাউন তোলা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে বিশ্বের একাধিক দেশ। এরই পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলিতেও অর্থনৈতিক মন্দা এড়াতেও লকডাউন তোলা নিয়ে চিন্তাভাবনা চলছে।
এই পরিস্থিতিতে একবারে লকডাউন তুলে নিলে ফল আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন একবারে তুললে সংক্রমণ গতি বেড়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করে সংস্থাটি। সেই কারণেই ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও।
এ বিষয়ে তিনি আরও বলেন, যতদিন করোনার ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততদিন স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনজাপন করতে হবে সমগ্র মানব সমাজকে।
সান নিউজ/ আরএইচ