ইন্টারন্যাশনাল ডেস্ক:
মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ইমাম ও মুয়াজ্জিনসহ মসজিদে কর্মরতদের নিয়ে ১০ রাকাত তারাবি আদায় করা হবে। সংক্ষিপ্ত পরিসরে তারাবি নামাজ আদায়ের এ অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সংবাদমাধ্যম আল এরাবিয়া জানায়, বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদুল হারামের খতিব ও হারামাইন শরিফাইন প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস। তবে মুসল্লিদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
দুই পবিত্র মসজিদে ইতিকাফও নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মুসল্লিদের তারাবি, ইফতার ও ঈদের নামাজও ঘরে আদায়ের পরামর্শ দিয়েছিলো কর্তৃপক্ষ।
তারাবি ও ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান জানানোর পাশাপাশি কারও মৃত্যু হলে জানাজার নামাজেও অতিরিক্ত লোক সমাগম না করার আহ্বান জানায় সৌদি ধর্ম মন্ত্রণালয়।