আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংয়ে একটি জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করেছে একজন বন্দুকধারী। এরপর সে নিজেও আত্মহত্যা করেছে। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
রোববার (৯মে) স্থানীয় সময় প্রথম প্রহরে রাজ্যটির কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে ছিল মৃতদের মধ্যে এক নারীর বয়ফ্রেন্ড। সে দেয়াল টপকে ঢুকে পড়ে। এরপর হেঁটে ভেতরে গিয়ে গুলি চালানো শুরু করে।
কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি এবং হামলাকারী ও মৃতদের পরিচয়ও স্থানীয় পুলিশ প্রকাশ করেনি। তবে হামলাকারী সে পার্টিতে থাকা বড়দেরই শুধু গুলি করে হত্যা করে। তাদের সঙ্গে থাকা একটি শিশু অক্ষত অবস্থায় রয়েছে। বর্তমানে সে তার আত্মীয়দের সাথেই রয়েছে।
এ ঘটনায় কলোরাডো স্প্রিংয়ের মেয়র শোক প্রকাশ করেছেন।
এর আগে গত ১০ মার্চেই কলোরাডো বোল্ডার সিটিতে একটি মুদি দোকানে ঢুকে গুলি করে ১০ জনকে হত্যা করা হয়। সে ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয় যার বর্তমানে বিচার চলছে।
সাননিউজ/এএমএম