ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০ হাজার ২৬৫ জন।
ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৪০৯ জন। অতি ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা ৫ হাজার ৬৮৩ জন।
দেশটিতে করোনায় মৃত্যুর হার ১৩ শতাংশ। ফ্রান্সের পাবলিক হেলথ চিফ জেরোমে সালোমন এক প্রেস ব্রিফিংয়ে জানান, দেশটিতে করোনায় মোট মৃত্যুর হার ২ শতাংশ বেড়েছে।
দীর্ঘ লকডাউনের ফলে কিছু গত ১২ দিন ধরে ফ্রান্সে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে। ধীরে ধীরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে বলে মনে করছে ফ্রান্সের সরকার।
বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষের।