আন্তর্জাতিক

মাঝ আকাশে সন্তানের প্রসব!

আন্তর্জাতিক ডেস্ক: লাভিনিয়া মোঙ্গা নামের এক নারী জানতেন না নিজের শহর উটাহর সল্ট লেক থেকে হাওয়াই রওনা দেওয়ার সময়ও ফ্লাইটে তার জন্য বিস্ময় অপেক্ষা করছে।

গত বুধবার মাঝ ফ্লাইটে প্রসব বেদনা অনুভব করতে শুরু করেন তিনি। পরে এক ছেলে শিশুর জন্ম দিয়ে তাকে নিয়েই গন্তব্যে অবতরণ করেন তিনি। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, মোঙ্গা জানতেনই না যে তিনি গর্ভধারণ করেছেন। আর তাই শিশুটিকে 'মিরাকল বেবি' বলা হচ্ছে।

লাভিনিয়া মোঙ্গার সন্তান জন্মদানের ওই ঘটনার ভিডিও এক যাত্রী অনলাইনে প্রকাশের পর তা ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ফ্লাইটে একটি সন্তান জন্ম নিয়েছে এমন ঘোষণা দেওয়ার পর পরই সব যাত্রীরা হাত তালি দিয়ে উল্লাসে ফেটে পড়েন।

কিছুক্ষণ পর কেবিন ক্রু সকলকে নিজ আসনে বসার আহ্বান জানিয়ে বলেন, মা এবং সন্তানের কিছুটা মেডিক্যাল সহায়তা প্রয়োজন। প্রথমে ওই ভিডিওটি টিকটকে প্রকাশ করা হয়। পরে অবশ্য অন্যান্য মিডিয়া প্লাটফর্মগুলোতেও তা প্রকাশ পায়।

ফ্লাইটে থাকা এক নার্স ও এক চিকিৎসক সন্তান জন্মের সময় সহায়তা করেন। লানি বামফিল্ড নামের এক নার্স তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা সাগরের মাঝখানে বিমানের বাথরুমে ২৭ সপ্তাহের এক শিশুর জন্মে সহায়তা করেছি।

অবতরণের তিন ঘণ্টা আগেই তিন নার্স, এক চিকিৎসক এবং পারিবারিক এক মেডিসিন চিকিৎসক এটি করতে সক্ষম হন। কিন্তু সন্তান এবং মা সত্যিই ভালোভাবে সহায়তা করেছে। নিশ্চয়ই ঈশ্বর সবার উপরে।’

একটি হুইলচেয়ারে করে মোঙ্গা যখন বিমান থেকে নেমে আসার সময় সব যাত্রী তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। পরে তাদের হনুলুলুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে কয়েকটি ডাক্তারি পরীক্ষাও করানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের সতর্কতা যা জানা গেলো

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি...

লাল গালিচায় ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপ...

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা