ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস নামে পরিচিত কোভিন-১৯ যে কয়েকটি দেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটিয়েছে তার মধ্যে স্পেন অন্যতম। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৩৯ জনের। আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। করোনা সংক্রমণ ঠেকাতে মার্চের মাঝামাঝি থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু লকডাউন করে দেয় দেশটি। বর্তমানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে আসায় ঘরবন্দি শিশুরা চলতি মাসের শেষ থেকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পেতে যাচ্ছে।
বিবিসি জানায়, চলতি মাসের ২৭ এপ্রিল থেকে শিশুদের ঘরে থাকার বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
টানা এক জায়গায় আবদ্ধ থাকায় শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সে কথা চিন্তা করে শিশুদের মুক্ত বাতাসে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছিলেন বার্সেলোনার মেয়র আদা কলাউ ।
দেশটির প্রধানমন্ত্রী জানান শিশু বিশেষজ্ঞ ও আঞ্চলিক নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।