আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তা দুজনই ভারতীয় বংশোদ্ভুত।
এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সোমবার একটি টুইট বার্তায় বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। আমি কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সব রকম সাহায্যের চেষ্টা করছে বাইডেন প্রশাসন। প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সরবরাহে প্রযুক্তিগত দিক থেকে মাইক্রোসফট ভারতের জন্য সাহায্য চালিয়ে যাচ্ছে।
এদিকে গুগলের সিইও পিচাই জানিয়েছেন, ১৩৫ কোটি রুপি আর্থিক সহযোগিতা করবেন ভারতকে। করোনাতে আক্রান্তদের চিকিৎসা, প্রয়োজনী সরঞ্জাম, কেনার জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে।
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুন্দর পিচাই টুইটে লিখেছেন, ভারতের করোনা পরিস্থিতি দেখে আমি বিধ্বস্ত। চিকিৎসা সামগ্রী এবং ঝুঁকির মধ্যে রয়েছে যে সব মানুষেরা তাদের গিভ ইন্ডিয়া, ইউনিসেফের মাধ্যমে সাহায্য করা হবে। এজন্য গুগুল এবং গুগুল ব্যবহারকারীরা ১৩৫ কোটি রুপির তহবিল গঠন করেছে।
সান নিউজ/বিএস