আন্তর্জাতিক ডেস্ক:
করোনা মোকাবেলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দু'জনের মধ্যে মতভেদকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে।
ব্রাজিলের স্থানীয় সময় গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে লকডাউন তুলে দিতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তার মতে, লকডাউনের কারণে অর্থনীতির ক্ষতি হচ্ছে। তাই দেশব্যাপী লোকজনকে বাড়িতে থাকার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বোলসোনারো এক বিবৃতিতে বলেন, আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। যদিও এটা খুব দ্রুত সম্ভব নয়। কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে শিথিলতা আনতে হবে। খুব বেশি সময় ধরে দরিদ্রদের জরুরি সহায়তা দিতে পারবে না সরকার।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী ম্যানডেটাকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ। ডাটাফোলহার এক জরিপের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ৭৬ ভাগ মানুষ মনে করেন করোনার কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে ম্যানডেটার মন্ত্রণালয়ের পদক্ষেপ ছিল ভালো বা খুবই গুরুত্বপূর্ণ।
অপরদিকে, বোলসোনারোর পক্ষে ভোট দিয়েছে মাত্র ৩৩ শতাংশ মানুষ। এদিকে, ম্যানডেটার কার্যক্রমের প্রশংসা করেছেন বোলসোনারোর সাবেক ডানহাত হিসেবে পরিচিত সিনেটর মেজর অলিম্পিও।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪২৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৯২৪ জন।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সূত্র- দ্য গার্ডিয়ান।
সান নিউজ/সালি