ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই মুহূর্তে ইউরোপ ও আমেরিকায় মহামারি সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিলো আমেরিকার পর দক্ষিণ এশিয়া হয়ে মহামারি ছড়িয়ে পড়তে পারে আফ্রিকায়। অর্থাৎ করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা মহাদেশ।
বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি জানিয়ে বলেছে, আফ্রিকায় করোনাভাইরাসে অন্তত ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। দরিদ্র হয়ে পড়তে পারে প্রায় ৩ কোটি মানুষ।
গতসপ্তাহ থেকে আফ্রিকায় বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার। মৃত্যু হয়েছে প্রায় এক হাজার মানুষের।
এমন পরিস্থিতিতে মহাদেশটির জন্য ১০০ বিলিয়ন ডলার তহবিল চেয়েছে আফ্রিকা বিষয়ক জাতিসংঘের ইকোনমিক কমিশন।