আন্তর্জাতিক

ভারতে প্রতি ঘণ্টায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কার্যত দিশাহারা গোটা ভারত। দেশটিতে প্রতিদিনই ভয়াবহভাবে বাড়ছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত কয়েকদিন ধরে দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও, মঙ্গলবার যা ছাড়িয়েছে সাড়ে ১৭০০।

এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে নতুন আরও একটি তথ্য। আর তা হচ্ছে- ভারতে প্রতি ঘণ্টায় ১০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর ক্ষেত্রে ঘণ্টা প্রতি এই সংখ্যা ছাড়িয়েছে ৬০-এর ঘর।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত রোববার প্রতি ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯৫ জন। সেদিন ৬২ জনের মৃত্যু হয়েছে প্রতি ঘণ্টায়। সোমবার সেই সংখ্যাটা বেড়েছে আরও। সেদিন প্রতি ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল ১১ হাজার ৪০৮ জন। প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছিল ৬৭ জনে।

পরদিন মঙ্গলবার অবশ্য প্রতি ঘণ্টায় সংক্রমণের সংখ্যা সামান্য কমে দাঁড়ায় ১০ হাজার ৭৯৮ জনে। তবে মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় ৭০-এর ঘর। দৈনিক সাড়ে ১৭০০-এর বেশি মৃত্যু দেখা দিনে দেশটিতে প্রতি ঘণ্টায় মারা গেছে ৭৩ জন।

ভাইরাসের এই ব্যাপক সংক্রমণে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মঙ্গলবারই ছাড়িয়েছে ২০ লাখ। এর মধ্যে ৬২ দশমিক ০৭ শতাংশ রোগীই ৫টি রাজ্যের। সেগুলো হচ্ছে- মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক, ছত্তিশগড় ও কেরালা।
দৈনিক সংক্রমণের মতোই দৈনিক মৃত্যুর তালিকায়ও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তবে দৈনিক মৃত্যুর ক্ষেত্রে দিল্লি দ্বিতীয় স্থানে থাকলেও দৈনিক সংক্রমণে মহারাষ্ট্রের পেছনে রয়েছে উত্তরপ্রদেশের নাম।

এই পরিস্থিতিতে দিল্লি ও মুম্বাইয়ের বেশ কয়েকটি হাসপাতালে দেখা দিয়েছে প্রবল অক্সিজেন সংকট। হাসপাতালগুলো বলছে, অবস্থা এমন যে, আর ৩-৪ ঘণ্টার মধ্যেই অক্সিজেনের স্টক শেষ হয়ে যাবে। তখন আর কিছু করার থাকবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা