আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের তুলনায় এক ধাপ অবনতি ঘটেছে বাংলাদেশের।
বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচকে এই অবনতি ঘটেছে।
মঙ্গলবার প্রকাশিত আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ১৫২তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৫১তম ছিল।
তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে বাংলাদেশের এই অবস্থান ছিল ৫০তম। এ নিয়ে টানা দুই বছর বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটলো।
তবে এই তালিকায় টানা পঞ্চমবারের মতো শীর্ষে আছে নরওয়ে এবং একেবারে তলানিতে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া।
ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, আরএসএফের বার্ষিক এই প্রতিবেদনে বলা হয়েছে— জরিপকৃত ১৮০টি দেশের মধ্যে কমপক্ষে তিন-চতুর্থাংশ দেশে সাংবাদিকতা আংশিকভাবে অবরুদ্ধ হয়েছে।
সাননিউজ/এএসএম