আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের চূড়ান্ত ফল আগামী ২ মে। ২২ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যটিতে ষষ্ঠ দফার ভোটের মধ্য দিয়ে ৪৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভবিষ্যত নির্ধারিত হবে।
তবে তার আগেই হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির দাবি, তারা রাজ্যের ১২২টি আসনে জয়লাভ করবেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে ‘বাংলার শত্রু’ আখ্যা দিয়ে বলেছেন, বাংলা থেকে খালি হাতে ফিরতে হবে বিজেপিকে। এ নিয়ে বিজেপির অমিত শাহ এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাগযুদ্ধ চরমে।
এর আগে রোববার রাজ্যের একাধিক জায়গায় রোড শো ও সভা করেন সাবেক বিজেপি সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নদীয়ার বেথুয়াডহরিতে রোড শো করে অমিত শাহ বলেন, ‘পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিন দিদি। পাঁচদফার ভোটে ১২২টি আসনে জিততে চলেছে বিজেপি। ভোটের পাঁচ দফায় সুবিধা করতে না পেরে, হতাশায় ভুগছেন তৃণমূলের গুন্ডারা। কাটমানি সরকার দূর করবে মানুষ। ২ মে’র পর গরু পাচারও বন্ধ হবে।’
এদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রোববার নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় ভোট প্রচার করেন। ঢাকুরিয়া ব্রিজ থেকে কালীঘাট মোড় পর্যন্ত হুইল চেয়ারে বসে রোড শো করেন তিনি।
তেহট্যের সভায় মমতা বলেন, ‘বিজেপি রাজ্যের মানুষ খুন করছে। বিজেপি বাংলার সম্প্রীতি নষ্ট করছে। ওরা দাঙ্গাবাজের দল। বাংলা থেকে বিজেপি খালি হাতে ফিরবে। বিজেপি বাইরে থেকে লোক এনে, বাংলায় করোনা ছড়াচ্ছে। বিজেপি বাংলার শত্রু।’
সাননিউজ/এএসএম