ইন্টারন্যাশনাল ডেস্ক:
আগামী মে মাসে করোনাভাইরাস ভারত জুড়ে তাণ্ডব চালাতে পারে আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেই দেশে করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এরপর ধীরে ধীরে সেই সংক্রমণ কমে আসবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এনডিটিভি জানায়, ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যে সব দেশ প্রথম থেকেই কঠোরভাবে লকডাউন জারি করেছে তারা ভালো ফল পেয়েছে। ভারতেও ২৫ মার্চ থেকে টানা লকডাউন চলছে। এতে দেশের অর্থনীতিতে ধস নামলেও করোনা সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা গেছে।
দেখা গেছে, ভারতের যে রাজ্যগুলো করোনা সংক্রমণ ছড়াচ্ছে শুনেই আগেভাগে লকডাউনের পথে হেঁটেছে তারা অন্যদের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে আছে। রাজস্থান, পঞ্জাব এবং বিহারও প্রথম থেকে কঠোর লকডাউন মেনে চলছে। তাই অন্য গুলোর তুলনায় এই তিনটি রাজ্য অনেকটাই ভাল অবস্থানে রয়েছে।
ভারতে এ পর্যন্ত ১৩ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪৪৮ জনের।