আন্তর্জাতিক

আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ‘দ্য রক’

আন্তর্জাতিক ডেস্ক : ‘দ্য রক’ হিসেবে পরিচিত হলে তার আসল নাম ডোয়ানে জনসন। বিশ্বের হাতেগোনা কয়েকজনের রেসলিংয়ে তিনি অন্যতম। হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। এ জন্য রিংয়ে তিনি দ্য রক হিসেবে পরিচিত। সেই পরিচয়ে তিনি বেশি পরিচিত।

রেসলিংয়ে যেমন, তেমনি হলিউডে ছবি করে সমান জনপ্রিয় তিনি। রেসলিং থেকে হলিউড।

এরপর তার গন্তব্য কোথায়! তিনিই জানিয়েছেন যদি জনগণ চায় তাহলে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করতে চান।

গত সপ্তাহে অনলাইনে পিপলসে’র এক জরিপে শতকরা ৪৬ ভাগ মার্কিনি তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন। ৪৮ বছর বয়সী দ্য রক জনগণের এমন রায়ে উদ্বেলিত। এ খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল।

এতে বলা হয়, রেসলিংয়ে বিখ্যাত হলিউডের এই তারকা নিশ্চিত করেছেন রাজনীতিতে তার আগ্রহ আছে। এ নিয়ে সানডে টুডের সাংবাদিক উইলি গেইস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছে দ্য রক। তার একটি ক্লিপ প্রকাশিত হয়েছে।

এতে রক বলেছেন, আমি আমার দেশের (যুক্তরাষ্ট্র) মানুষদের লক্ষ্য অর্জনের জন্য একতাবদ্ধ করতে চাই। এ জন্য জনগণ যদি চায় তাহলে আমি তাই করবো। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে চান তা নির্দিষ্ট করে বলেননি।

গত সপ্তাহে তাকে নিয়ে যে জরিপ প্রকাশিত হয়েছে, তার একটি স্ক্রিনশট দিয়ে শনিবার ইনস্টাগ্রামে রক লিখেছেন, জরিপের ফলে তিনি ভীষণ খুশি। তিনি বলেন, আমি মনে করি না দেশের প্রতিষ্ঠাতা জনকরা কখনও টাকু, গায়ে ট্যাট্টু আঁকা, অর্ধেক কৃষ্ণাঙ্গ, অর্ধেক সামোয়ান, পিকআপ চালক একজন বাজে মানুষকে তাদের ক্লাবে যুক্ত করবেন বলে স্বপ্ন দেখেছেন।

কিন্তু যদি সেটা হয় তাহলে আপনাদের, জনগণকে সেবা দিতে পারলে আমি সম্মানীত বোধ করবো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা