আন্তর্জাতিক ডেস্ক : ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় প্যারামিলিটারি বাহিনীর বিরুদ্ধে ‘অপ্রীতিকর’ মন্তব্য করার জেরে শুক্রবার (৯ এপ্রিল) তাকে দ্বিতীয়বারের মতো নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবারের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
যদিও বৃহস্পতিবারই মমতা বলেছিলেন, ‘একটা কেন ১০টা নোটিশ পাঠাতে পারেন আমাকে।’
এর আগে মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্যের জেরে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল কমিশন। হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় মুসলিম ভোটারদের উদ্দেশে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার জন্য বলেছিলেন মমতা।
কমিশনের অভিযোগ, তারকেশ্বরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।
সান নিউজ/এসএম