ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে উঠে পড়ে নেমেছে বিশ্বের সব দেশ। এই ভাইরাস নিয়ে বের হচ্ছে একের পর এক তথ্য।
এবার আক্রান্ত রোগীর শরীরে পাওয়া যাচ্ছে নতুন দুই লক্ষণ। নতুন লক্ষণে দেখা যাচ্ছে আক্রান্ত রোগীর পায়ে দেখা দিচ্ছে ক্ষত ও র্যাশ । ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
স্পেনের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা সংক্রমণের লক্ষণ হিসেবে পায়ে অথবা পায়ের আঙ্গুলের উপর চিকেনপক্সের মতো ক্ষত তৈরি হতে পারে।
ইতালিতে প্রতি ৫ জন করোনা আক্রান্তের একজনের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। স্পেনের পোডিয়াট্রিস্ট এবং চর্মরোগ বিশেষজ্ঞের মতে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে এই উপসর্গ ক্রমশ শনাক্ত হচ্ছে।
চিকিৎসকরা আরো জানান, ইতালির এক করোনা আক্রান্ত শিশুর পায়ে প্রথম এমন উপসর্গ দেখা যায়। তবে এখন পর্যন্ত এটি শুধু শিশু ও কিশোরদের মাঝেই উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে বলেও জানান তারা।