আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তাইওয়ানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, তাইওয়ানের পূর্বাঞ্চলে টানেলে ট্রেন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৬১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল ) তাইতুং যাওয়ার পথে হুয়ালিয়েনের ঠিক উত্তরে একটি টানেলে পৌঁছালে ট্রেনটির কয়েকটি বগি ছিটকে দেয়ালে আঘাত করে।
এখনও ৭২ জন ট্রেনের বগির মধ্যে আটকা পড়ে আছেন বলে রেলওয়ে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
পুলিশ জানিয়েছেন, ৩৬ যাত্রীকে আউট অব হসপিটাল কার্ডিয়াক এরেস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত কোনও ব্যক্তির দেহে প্রাণের স্পন্দন না পেলে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।
এক বিবৃতিতে বলা হয়, এখনও ৭২ জন ট্রেনের বগির মধ্যে আটকা পড়ে আছেন। আরও ৬১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সান নিউজ/এসএ