সান নিউজ ডেস্ক :
আগেভাগে বিধিনিষেধ তুলে নিলে করোনা ভাইরাস আরও ভয়ংকর প্রত্যাবর্তন ঘটতে পারে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন হুঁশিয়ারির পরও ধীরে ধীরে লকডাউন শিথিল করছে কিছু দেশ।
ঝঁকির নিয়ে কেন লকডাউন শিথিল করছে দেশগুলো- এমন প্রশ্নের অনেকেই বলছেন থমকে থাকা অর্থনীতির চাকা সচল করতেই লকডাউন শিথিল করা হচ্ছে।
করোনার প্রথম সংক্রমন দেখা যায় চীনের উহান প্রদেশ থেকে। সেই উহান শহর এখন পুরোপুরি স্বাভাবিক। শহরটি থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। সেখানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরেছে।
অস্ট্রিয়া, ডেনমার্ক, পোল্যান্ড ও চেক রিপাবলিক লকডাউন অনেকটাই শিথিল করেছে। ইতালি ও স্পেনও সেই পথে হাঁটছে।