ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্বে সকল মানুষ। এই ভাইরাসে বুলেটের গতিতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের যখন এমন সংকটময় পরিস্থিতি ঠিক তখন দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার কোরীয় দ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
কয়েক দফা উৎক্ষেপণ করা এসব ক্ষেপণাস্ত্র স্বল্প মাত্রার বলে জানানো হয়েছে। দক্ষিণের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমের দিকে তারা নজর রাখছে।
এর আগে, গত ২৯ মার্চ দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। তার আগে গত ২১ মার্চ আরও দু'টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।