ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস নির্মূলের জন্য রাত-দিন এক করে কাজ করছে গোটা বিশ্ব। এবার করোনাভাইরাস প্রতিরোধে নতুন দুটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন করেছে চীন।
নতুন এই ভ্যাকসিন দুটি তৈরি করছে চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ভিত্তিক সিনোভাক বায়োটেক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সে দেশের স্টেট কাউন্সিলের জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ম্যাকানিজম এ ঘোষণা দেয়। আগেই অনুমোদন পাওয়া আরও একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে আছে। রয়টার্স ও এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলো অণুজীব (ভাইরাস, ব্যাকটেরিয়া) থেকে তৈরি করা হয়, যা শারীরিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মারা যায়। টিকা দেওয়ার পরে ভ্যাকসিন অ্যান্টিজেনগুলো ভাইরাসের বিস্তার বন্ধ করে দেয় বা রোগ সৃষ্টি করতে পারে না।
চীনা বিজ্ঞানীরা পাঁচটি পদ্ধতির মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন— নিষ্ক্রিয় ভ্যাকসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাব ইউনিট ভ্যাকসিন, অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, নিউক্লিক এসিড ভ্যাকসিন এবং ভেক্টর।
এর মধ্যে চীনের একাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সের তৈরি অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনটি আরও আগে অনুমোদন পেয়েছে। বর্তমানে এ ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে আছে।