আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মাকাসার শহরে একটি ক্যাথলিক গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার (২৮ মার্চ) সকালে প্রার্থনা চলাকালে এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপান।
রয়টার্সকে তিনি বলেন, ‘হামলার সময় গির্জাটিতে রোববারের প্রার্থনাসভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশেপাশে যারা ছিলেন, তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার জন্য দায়ী, তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।’
তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দক্ষিণ সুলাওয়াসি পুলিশ। হামলার পর ভিডিওচিত্রে দেখা গেছে, ঘটনাস্থল ও তার আশাপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মানুষ ও যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সান নিউজ/এসএম