ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মহামারি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া চতুর্থ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন।
অবশ্য গত শনিবার (১১ এপ্রিল) ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষে এমন ইঙ্গিতই মিলেছিল।
ভাষণে আক্রান্ত আর মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বললেন মোদি। তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত সর্বশক্তি দিয়ে লড়াই করছে। ভারতের সতর্ক অবস্থান ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করছে। নয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। সামাজিক দূরত্ব ও লকডাউন দেশবাসীর জন্য মঙ্গল বয়ে এনেছে। যদিও আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু আমাদের দেশবাসীর জীবনের চেয়ে এটি বড় নয়। করোনা মোকাবিলায় আমরা যে কোনো দেশের চেয়ে ভালো অবস্থানে আছি।’
লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়ে মোদি বলেন, ‘আমরা কীভাবে জিতবো? আমাদের রাজ্য প্রশাসনের সংস্পর্শে থাকতে হবে। প্রত্যেক রাজ্যের গভর্নর লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে। এটা মাথায় রেখে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়াচ্ছি। এই সময়ে আমাদের আগের মতো সুশৃঙ্খল থাকতে হবে।’
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রমণ ১০ হাজার ছাড়ানোর কথা নিশ্চিত করে। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিনশ।
এমন অবস্থায় ভারতের সরকার প্রধানের পরামর্শ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বেড়ে না ওঠে সেটা নিশ্চিত করতে হবে।
মোদি বলেন, ‘আর কোনো এলাকা যেন করোনাভাইরাসের কেন্দ্র না হয়ে ওঠে। এমন কোনো এলাকা থাকলে আমাদের সতর্ক হতে হবে। পরের এক সপ্তাহ লড়াইটা হবে আরো শক্তিশালী এবং লকডাউন আরো কড়াকড়ি হবে।’
তবে ২০ এপ্রিলের পর থেকে কোনো কোনো এলাকায় লকডাউন শিথিল করা হতে পারে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।