ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী বুলেটের গতিতে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। এমন অবস্থায় করোনাভাইরাসের টিকার বিষয়ে ফের আশ্বস্ত করলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এক অধ্যাপক। সেপ্টেম্বরেই করোনার টিকা আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বিবিসি রেডিও'র এক অনুষ্ঠানে করোনাভাইরাসের টিকার বিষয়ে এই আশার কথা জানিয়েছেন বিশেষজ্ঞ প্রফেসর সারাহ গিলবার্ট। এর আগেও তিনি একই আশ্বাস দিয়েছিলেন।
এ বিষয়ে তিনি বলেনি, খুব শিগগিরই তারা এই টিকার ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করবেন। তারপরই উৎপাদন প্রক্রিয়া দ্রুততর করা হবে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতবছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসে বিশ্বজুড়ে ১৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বরণ করেছে ১ লাখ ২০ হাজার মানুষ। আর সুস্থ হয়েছে সাড়ে চার লাখ মানুষ।