সান নিউজ ডেস্ক :
করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। করছেন মানবেতর জীবনযাপন।
এসব মানুষদের জন্যে নানা উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রগুলো। ব্যাক্তিগতভাবেও অনেকে সহায়তা করছেন এসব মানুষদের।
করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণের জন্য অটোমেটেড টেলার মেশিন (এটিএম) চালু করেছে ভিয়েতনামের এক উদ্যোক্তা।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যানয়, হিউ এবং দানাংয়ের মতো অন্যান্য বড় শহরেও একই ধরনের 'রাইস এটিএম' বসানো হয়েছে। খবর রয়টার্সের।
দেশটির হো চি মিন সিটির এক উদ্যোক্তার তৈরি মেশিনটি দিয়ে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চাল বিতরণ করা যাবে।
এই উদ্যোগের পেছনে রয়েছেন হোয়াং তুয়ান আন নামের একজন ব্যবসায়ী; যিনি খাদ্য বিতরণের এই প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আগে হো চি মিন শহরের হাসপাতালগুলোতে এক ধরণের ডিজিটাল ডোরবেল বিতরণ করেছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে আন জানান, তিনি চেয়েছেন বর্তমান অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও মানুষের কাছে খাদ্য এবং অন্য সংস্থান রয়েছে- এটা তারা অনুভব করুক।
ভিয়েতনামে এখন পর্যন্ত ২৬২ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখনো করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ৩১ মার্চ থেকে ভিয়েতনামের সরকার দেশজুড়ে ১৫ দিনের সামাজিক দূরত্ব কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে দেশটির অসংখ্য ক্ষুদ্র ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়; কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার মানুষ।
ভিয়েতনাম সরকার দেশটিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে; যে কারণে এই দেশটি করোনা নিয়ন্ত্রণে এখন বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠেছে।