আন্তর্জাতিক

বৈশ্বিক অর্থনীতি শক্তিশালী হওয়ার পূর্বাভাস আইএমএফের

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি কোভিড-১৯ জনিত ক্ষতি কাটিয়ে উঠে এ বছর বিশ্বের অর্থনীতি আরও গতিশীল ও শক্তিশালী হওয়ার পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এ বিষয়ে করোনাভাইরাসের বার বার ট্রেইন পরিবর্তনের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। খবর রয়টার্স।

আইএমএফের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক জিওফ্রে ওকামটো বলেন, আগামী এপ্রিলের শুরুতে জানুয়ারিতে দেওয়া ৫ দশমিক ৫ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করা হবে।

চীন ডেভেলপমেন্ট ফোরামকে দেওয়া বক্তব্যে ওকামটো উন্নত অর্থনীতি ও বহির্গামী অর্থনীতির মধ্যকার পার্থক্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কারণ মহামারীর কারণে অন্তত ৯ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে।

চীন এরই মধ্যে করোনার ক্ষতি কাটিয়ে উঠে প্রাক-মহামারীকালের পর্যায়ে ফিরে এসেছে। যদিও ব্যক্তিখাত এখনও বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। চীনের বাইরে উন্নত ও উদীয়মান বাজারের অর্থনীতির মধ্যে বেশ বড় ফারাক রয়ে গেছে।

চীনকে বাদ দিলে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোয় ২০২০ ও ২০২২-এর মধ্যবর্তী সময়ে মাথাপিছু আয় মহামারীর আগের সময়ের চেয়ে ২২ শতাংশ কমবে। ফলে আরও বেশিসংখ্যক মানুষ দরিদ্র হবে। আর কতদিন এই মহামারী চলবে, তারও কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। ওকামটো বলেন, সব দেশেই করোনা ভাইরাস প্রতিরোধক টিকা বিতরণের প্রক্রিয়াটি অসম। তাই কবে নাগাদ আবার পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনিশ্চিত।

আইএমএফের এ কর্মকর্তা বলেন, কিছু দেশের পক্ষে মহামারী মোকাবেলায় ব্যয় বাড়িয়ে অর্থনীতির ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিশেষ করে উচ্চ ঋণের স্বল্প আয়ের দেশগুলোয়। পাবলিক ও ব্যক্তিখাতে উচ্চ ঋণ নেয়ার মতো সংকটপূর্ণ অর্থনৈতিক অবস্থা দেশগুলোকে নাজুক করে তোলে। এ সংকট গভীর ক্ষত সৃষ্টি করবে বলেও সতর্ক করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা