আন্তর্জাতিক ডেস্ক : রাতে রাজপথে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করছেন মিয়ানমারবাসী।
রোববার (২১ মার্চ ) সকাল থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। সকালে সূর্যোদয়ের আগেই দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বহু মেডিকেল কর্মচারীসহ শতাধিক বিক্ষোভকারীকে পদযাত্রা করতে দেখা গেছে।
শনিবার (২০ মার্চ) মিয়ানমারের জান্তাবিরোধীরা রাতেও রাজপথ ছাড়ছেন না। রাতেও মোমবাতি জ্বালিয়ে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভ চলাকালে গত কয়েকদিন ব্যাপক প্রাণহানির ঘটনার পরও রাজপথ ছাড়ছেন তা গণতন্ত্রের সমর্থকরা। সূত্র : রয়টার্স
বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য সামরিক জান্তাদের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে পশ্চিমাদের পাশাপাশি এবার সোচ্চার হয়েছে আসিয়ান প্রতিবেশীরাও। খবর রয়টার্সের
শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত আরও ৪ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এ্যাসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন।
দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে উত্তরের কাচিন রাজ্যের ক্ষুদ্র সম্প্রদায় এবং দক্ষিণের শহর কাওথাং শহরে শনিবার রাতে প্রায় ২০টি জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষোভে বৌদ্ধ ভিক্ষুরা মোমবাতি নিয়ে যোগ দিয়েছিলেন।
সান নিউজ/এসএ