আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক আসরে বিয়ের পিঁড়িতে বসলো সাড়ে ৩ হাজার হিন্দু-মুসলিম জুটি।
বৃহস্পতিবার ( ১৮ মার্চ )উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে গণবিয়ের এ আয়োজন সম্পন্ন হয়।
নিম্নবিত্ত ও অর্থ সংকটে থাকা পরিবারের জন্য গণবিয়ের এ আয়োজন করে রাজ্য সরকার। যাতে হিন্দু ধর্মের বর-কনের পাশাপাশি বেশ কয়েকটি মুসলিম জুটিরও বিয়ে পড়ানো হয়। বিশাল প্যান্ডেলে, নিজ নিজ ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বর-কনের পোশাক-গহনার পাশাপাশি, অতিথিদের খাবারের ব্যবস্থাও করে প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অনুষ্ঠানের খরচ ও যৌতুকের কারণে ভারতের নিম্নবিত্ত অনেক পরিবারেই বিয়ে বড় দুশ্চিন্তার কারণ। প্রশাসন বা বেসরকারি সংস্থার উদ্যোগে তাই বিভিন্ন সময়ে গণবিয়ের আয়োজন করা হয়।উত্তর প্রদেশ সরকারের দাবি, একসঙ্গে সাড়ে ৩ হাজার জুটির গণবিয়ে একটি বিশ্ব রেকর্ড।
সান নিউজ/এসএ