ইন্টারন্যাশনার ডেস্ক:
কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই মুহূর্তে কাজে ফিরবেন না বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।
বিবিসি জানায়, ফেরার সময় উত্তম সেবা দেওয়ার সেন্ট টমাস হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানান বরিস জনসন।
প্রায় দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর কয়েকদিন পর অবস্থার আবনতি হলে তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হবে। পরে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিট-আইসিইউতে রাখা হয়।
ইউরোপের দেশগুলোর মধ্যে এই মুহূর্তে করোনাভাইরাসে সবচে বেশি মৃত্যু হচ্ছে যুক্তরাজ্যে। সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আজ এখন পর্যন্ত মারা গেছে ৭৩৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬১২ জনে। আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ২৭৯ জন।