আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে প্রতি চারজনে একজন মুসলমান। মোট ভোটের শতাংশের হারে মুসলিমদের ঘোষিত অংশীদারি ২৭ শতাংশ, অঘোষিত ৩০ শতাংশ। ভারতে আসাম ও জম্মু কাশ্মীরের পর পশ্চিমবঙ্গেই মুসলিমরা সংখ্যায় বেশি।
একটি সমীক্ষায় জানানো হয়েছে, এবারও মুসলিম ভোটেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। মূলত কংগ্রেসের সমর্থক পশ্চিমবঙ্গের মুসলিমরা ১৯৭৭ সালের পর মূলত বামমুখী হয়। ২০০৮ সাল থেকে সিপিএম সম্পর্কে মোহভঙ্গ হওয়ার পর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অভিমুখী হয়।
মুসলিমদের নিরবচ্ছিন্ন সমর্থনেই মমতা এগারো ও ষোলোর নির্বাচন জেতেন। কিন্তু, এবার এসে গেছে মুসলিমদের নিজস্ব দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরোধী।
এই আইএসএফের ওপর অনেকটাই নির্ভর করবে পশ্চিমবঙ্গের ভোট ভাগ্য।আইএসএফ জোট বেঁধেছে বাম-কংগ্রেস জোটের সঙ্গে। রাজনৈতিক পন্ডিতরা মনে করছেন এই জোট নির্বাচনে কি ভাবে চ্যালেঞ্জ ছোড়ে সেটাই এবারের ভোটে দেখার বিষয়। তবে, একটা ব্যাপারে রাজনৈতিক সমীক্ষকরা নিশ্চিত, দুই মে ভোটের ফলাফল ঘোষিত হলেও আসল খেলা হবে ভোটের পরে। পোস্ট পোল আলায়েন্স-এ।
সান নিউজ/এসএ