আন্তর্জাতিক ডেস্ক : একটি দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিলোনিয়া বাজারে আহত হন, নির্বাচনী সমাবেশে কোনও হামলার আলামত পাওয়া যায়নি বলে নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছেন রাজ্য পুলিশ।
রিপোর্টে পুলিশ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেদিন খুব ভিড় হয়েছিল। ভিড়ের ধাক্কাধাক্কিতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান, সেই সময় গাড়ির দরজা তার ওপর পড়েছিল। এটা কোনও ইচ্ছাকৃত ঘটনা নয়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ।
মমতার প্রধান নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান নন্দীগ্রাম থানায় অজ্ঞাত আক্রমণকারীদের বিরুদ্ধে এফআইআর করেছেন। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই ঘটনা পূর্বপরিকল্পিত।
এদিকে এস এস কে এম এর অধিকর্তা ডা. মনিময় বন্দ্যোপাধ্যায় একটি বুলেটিন প্রকাশ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর পায়ের হাড় ভাঙেনি। তবে, আঘাত বেশ বেশি। এখনও বা পায়ের পাতা ও গোড়ালি ফুলে আছে। শুক্রবারই মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে ডা. বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
সান নিউজ/এসএ