আন্তর্জাতিক

করোনার সব ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী নোভাভ্যাক্স টিকা

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি নোভাভাক্সের তৈরি করোনা টিকা ট্রায়ালে দেখা গেছে করোনার যে কোনও মারাত্মক ট্রেইনের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা দিতে এবং আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এ টিকা শতভাগ কার্যকর।

বৃহস্পতিবার ( ১১ মার্চ) বিভিন্ন ট্রায়ালের পর কোম্পানিটি এ কথা জানিয়েছে। খবর এএফপি। ফলাফলে দেখা গেছে, করোনায় হালকা ও মাঝারিভাবে আক্রান্তদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকর।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনের (স্ট্রেইন) ক্ষেত্রেও এ টিকার কার্যকারিতা লক্ষ্য করা গেছে। গত জানুয়ারিতে ঘোষিত অন্তবর্তী ফলাফলের পর চূড়ান্ত বিশ্লেষণ করে বৃহস্পতিবার এ টিকার এমন কার্যকারিতার কথা জানানো হয়।

ব্রিটেনে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালে করোনার হালকা , মাঝারী ও মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টিকা ৯৬.৪ শতাংশ কার্যকর হয়েছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের মোট ১৫ হাজার মানুষ অংশ গ্রহন করে। এদের মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছর। করোনার প্রকৃত স্ট্রেইনে আক্রান্তের ক্ষেত্রে এমন ফলাফল পাওয়া যায়।

করোনার ভিন্ন ধরণ বি.১.১.৭-এ আক্রান্তের ক্ষেত্রে নোভাভ্যাক্স টিকা ৮৯.৭ শতাংশ কার্যকর বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় ছোট পরিসরে ফেজ ২বি ট্রায়ালে এ টিকার ৪৮.৬ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে। এ ধাপের পরীক্ষায় প্রায় ২ হাজার ৬০০ লোক অংশগ্রহণ করে। তবে এইচআইভি নেগেটিভ স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকার কার্যকারিতার হার ৫৫.৪ শতাংশ।

উভয় পরীক্ষায় থেকে জানা গেছে, এনভিএক্স-কোভ ২৩৭৩ নামের এ টিকা মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শতভাগ কার্যকরী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা