আন্তর্জাতিক

৪ জুলাই হবে করোনামুক্ত স্বাধীনতা দিবস : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : প্রাপ্তবয়স্কদের সবাই করোনাভাইরাসের টিকা নিলে আসছে ৪ জুলাই যুক্তরাষ্ট্রবাসী ‘করোনামুক্ত’ স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা সংক্রমণকে মহামারি হিসেবে ঘোষণা করার এক বছর পূর্তিতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক ভাষণে তিনি এ আশা প্রকাশ করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভাষণে ১ মে এর মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে করোনা টিকার আওতায় আনতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দেন বাইডেন। বয়স বা স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় রেখে এতদিন যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া হচ্ছিল।

বাইডেন বলেন, ‘১ মে এর মধ্যে প্রাপ্তবয়স্ক সবাই করোনার টিকা নিলে, আশা করা যাচ্ছে, পরিবার ও স্বজনদের নিয়ে বাড়ির উঠানে আপনারা স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবেন।’

তিনি বলেন, ‘ওইদিন শুধু স্বাধীনতা দিবসই নয়, করোনামুক্ত হওয়ার দিবসও উদযাপন করতে সক্ষম হবে দেশ।’

প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি বর্ধিত করার লক্ষ্যে টিকাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে পশুচিকিৎসক ও দাঁতের চিকিৎসকদেরও জনগণকে টিকা দেয়ার অনুমতি দেয়া হবে। অসচ্ছল সম্প্রদায়কে করোনার টিকার আওতায় আনতে মোবাইল ইউনিট কাজ করবে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন বাইডেন। তবে ৬০তম দিনেই এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে বৃহস্পতিবারের ভাষণে উল্লেখ করেন তিনি।

এ সময় শারীরিক দূরত্ব, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরাসহ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে আহ্বান জানান বাইডেন।

তিনি বলেন, ‘করোনাকে পরাস্ত করার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা