আন্তর্জাতিক ডেস্ক: অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আবারও নিষিদ্ধ করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১১ মার্চ) পাকিস্তানের একটি আদালত টিকটক নিষিদ্ধের এই আদেশ দেন।
জানা গেছে, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিলেন পাকিস্তানের এক ব্যক্তি। ওই মামলার প্রেক্ষিতেই পেশোয়ার হাইকোর্ট চীনা অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের প্রধানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
তারা জানানা, পাকিস্তান সরকার ইতোমধ্যে টিকটককে তাদের প্ল্যাটফর্ম থেকে সবধরনের বেআইনি কন্টেন্ট সরিয়ে ফেলতে বলেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
এর আগে, গত অক্টোবরেও একই অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তান।
সান নিউজ/এসএস