ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে আগামী ৩ মে পর্যন্ত ইতালিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
ব্যসায়ীদের চাপ উপেক্ষা করেই জোসেপ্পে কন্তে দেশে চলমান লকডাউনের সময়সীমা বাড়ালেন।
লকডাউন বৃদ্ধির কারণ হিসাবে তিনি বলেন, ‘আমরা যদি লকডাউন এখনই তুলে নেই তাহলে আমাদের সকল ইতিবাচক অর্জন ধূলিস্মাৎ হয়ে যাবে।’
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক মাস ধরে লকডাউন চলছে ইতালিতে।
এর আগে ইতালির ব্যবসায়ীকদের সংগঠনগুলো লকডাউন তুলে নেয়ার দাবি জানিয়েছিলেন সরকারের কাছে। তারা প্রধানমন্ত্রী কান্তের কাছে দেয়া এক চিঠিতে জানান, দেশে আরও বেশি দিন লকডাউন চললে তারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না।
কিন্তু তাদের এই দাবিকে অগ্রাহ্য করেই দেশে লকডাউনের সময়সীমা বাড়ালেন ইতালির প্রধানমন্ত্রী।
চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে ইতালিতেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
গত ফেব্রুয়ারির ২০ তারিখ ইতালির লম্বার্দির কোদোগ্নো শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।