আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় আগামীকাল রোববার জাতির উদ্দেশে ফের ভাষণ দেবেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ধারণা করা হচ্ছে, ভারতে লকডাউন বাড়ানোর ঘোষণা আসতে পারে তার এই ভাষণে। দেশটিতে চলমান লকডাউনের মেয়াদ আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জনই মারা গেছেন মহারাষ্ট্রে।
ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭১ জন, এ পর্যন্ত মারা গেছেন ২২৮ জন। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া ভারতের দুই চিকিৎসক নিজের পরিবারকে সংক্রমণ থেকে রক্ষায় গত কয়েকদিন ধরে বাড়ির বাইরে রাখা গাড়িতে বসবাস করছেন।
ভুপালের ওই দুই চিকিৎসক সপ্তাহের প্রতিটি দিন বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এ কারণে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।
জানা গেছে, আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মোদি। এটি ভারতে লকডাউন চলাকালীন এমন দ্বিতীয় বৈঠক। ধারণা করা হচ্ছে, বৈঠকে লকডাউন বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এরপরই জাতির উদ্দেশে ভাষণে তার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২৪ মার্চ জাতির উদ্দেশে ভাষণে ২৫ মার্চ থেকে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেন তিনি। ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল।
সান নিউজ/সালি