আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা দমন উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তা কর্তৃপক্ষের দমনপীড়ন উপেক্ষা করেই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রোববার (৭ মার্চ) হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ করেছে।

এদিকে ইয়াঙ্গুনের কিছু কিছু এলাকায় রাতভর ধরপাকড় চালিয়ে অং সান সুচির রাজনৈতিক দলের অনেককেই গ্রেফতার করা হয়েছে।

শনিবার সরকারি সংবাদ মাধ্যমে ঘোষণা করা হয়েছে, সরকারি চাকুরীজীবীরা অব্যাহতভাবে কাজ বয়কট করতে থাকলে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে। সোমবার (৮ মার্চ) থেকে এ পদক্ষেপ কার্যকর হবে।

কিন্তু বিক্ষোভকারীরা কর্তৃপক্ষকে উপেক্ষা করেই ইয়াঙ্গুনের অন্তত সাতটি এলাকায় এবং আরো পাঁচটি শহর ও আঞ্চলিক শহরে তাদের সমাবেশ অব্যাহত রেখেছে।

গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সেনাবাহিনী। তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ চলছে।

বুধবার (৩ মার্চ) দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘ বলছে ওইদিন নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছে যা এ যাবত সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানির ঘটনা।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হয়েছে। তবে এ সংখ্যা আরো বেশি বলেই ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত আটক করা হয়েছে ১৭শরও বেশি লোককে।

এদিকে এনএলডি’র একজন কর্মকর্তা সু উইন নিশ্চিত করেছেন, তাদের পার্টির কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সংখ্যা ঠিক কতো তা নির্দিষ্ট করে বলতে পারেননি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা