আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন মোকাবেলায় পরিবর্তিত সংস্করণের টিকা খুব দ্রুত অনুমোদনের লক্ষ্যে ব্রিটেনসহ আরো চারটি দেশ চুক্তি করেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা এ ঘোষণা দেয়।
চুক্তি অনুযায়ী টিকার জন্যে দীর্ঘ মেয়াদি ক্লিনিক্যাল ট্রায়ালের দরকার পড়বে না। এছাড়া শক্তি ও সুরক্ষা নিশ্চিত করেই উৎপাদন দ্রুত করাও এই চুক্তির লক্ষ্য।
ব্রিটেনের মেডিসিন্স এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলারিটি এজেন্সি (এমএইচআরএ)সহ অষ্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড মিলে এই কনসোর্টিয়াম গঠন করে।
এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ক্রিশ্চিয়ান শেচনেদার এক বিবৃতিতে বলেন, নিরাপত্তার বিষয়ে ছাড় না দিয়ে যতো তাড়াতাড়ি সম্ভব জনগণের কাছে কার্যকর টিকা পৌঁছানো আমাদের লক্ষ্য।
সান নিউজ/এসএস