আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারিরীক অবস্থা উন্নতির দিকে। তাকে আইসিইউ থেকে সরিয়ে ওয়ার্ডে নেয়া হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার তাকে সাধারণ ওয়ার্ডে নেয়া হয় বলে ডাউনিং স্ট্রিটের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে সেন্ট টমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিস জনসন।
এরইমধ্যে গত ৬ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, ভালো চিকিৎসা দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বরিস।
সান নিউজ/সালি