আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ধ্বংসপ্রাপ্ত নগরী পম্পেইয়ে একটি ঘোড়ার গাড়ি আবিষ্কার করেছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। গাড়িটি দুই হাজার বছর পুরনো। একটি খননকাজ চালানোর সময় নাপেলসের কাছে এটি আবিষ্কৃত হয়। গাড়িটি কাঠ ও লোহা দিয়ে তৈরি। ব্রোঞ্জ দিয়ে সাজানো।
রোববার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, পম্পেইয়ের উত্তরে একটি বসতির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। সেখানে আগে তিনটি ঘোড়ার ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছিল। ঘোড়ার গাড়িটি ওই এলাকাতে থেকে আবিষ্কার করা হয়েছে।
পম্পেইয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এই আবিষ্কারকে ‘ব্যতিক্রমী আবিষ্কার’ আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, এটি একটি স্বতন্ত্র অনুসন্ধান। এখনও পর্যন্ত ইটালিতে এমন আবিষ্কার হয়নি। এটি ইতালিতে সংরক্ষণের জন্য দুর্দান্ত জিনিস হবে।
প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, ৭৯ এডি-তে ভিসুভিয়াসের অগ্নুৎপাতে সমস্ত পম্পেই নগরী ধ্বংস হয়েছিল। মনে করা হচ্ছে এই গাড়িটি তখনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর ছাদ ভেঙে যাওয়ায় গোটা পরিকাঠামো ভেঙে পড়ে। এতদিন পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ছিল। গাড়ির চাকাগুলি কাঠের তৈরি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এতদিন পরও সেগুলি অক্ষত রয়েছে। এর কোন ক্ষতি হয়নি।
গত ৭ জানুয়ারি এই গাড়ির প্রথম খণ্ডটি আবিষ্কার হয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি অনুষ্ঠান বা প্যারেডে ব্যবহার হতো। বিয়েতে নববধূকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্যেও এই ঘোড়ার গাড়ি ব্যবহার হতো। এর আগে পম্পেইয়ে অনেক ধরণের প্রাচীন গাড়ি আবিষ্কার হয়েছে। সেগুলো থেকে এটির গঠন একটু ভিন্ন।
সান নিউজ/এসএস