ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে বিধ্বস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দিন দিন আরও অবনতি হচ্ছে সেখানকার পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে দেশটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১ হাজার ৯৪০ জন। আজ নতুন করে মারা গেছে ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯৫ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন।
আগের দিন বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয় ১ হাজার ৯৭০ জন। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ১২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৮৯১ জন।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছে ৮৮ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩১ হাজার ১১ জন।