আন্তর্জাতিক

ইরানকে উদ্দেশ্য করে সিরিয়ায় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেনের ক্ষমতা গ্রহণের পর প্রথম ইরানকে উদ্দেশ্যে করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার কারনে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন এক প্রতিক্রিয়ায় জানান, এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) টেক্সাসের পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা যা ইচ্ছে করতে পারবে না। তার আগে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

তবে ইরাকে হামলার জবাবে সিরিয়ায় হামলার বিষয়ে সমালোচকেরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যই এর সমালোচনা করেছেন। আবার বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও সিনেটররা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি বলেছেন, অভ্যন্তরীণ আইনের বিষয় হলে মার্কিন কর্মকর্তাদের রক্ষায় অনুচ্ছেদ ২ ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং আগামীতে আরও আক্রমণের ঝুঁকি প্রতিহত করতে এটি বেছে নেওয়া হয়েছে।

প্যাসকির দাবি, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই হামলা আত্মরক্ষার অধিকার অনুসারে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছেন, গত বৃহস্পতিবার সিরিয়ায় হামলা হয়েছিল তার পরামর্শে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের লক্ষ্য সঠিক ছিল। তবে বিদেশে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কড়া সমালোচক সিনেটর টিম কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে কেইনের অফিস থেকে বলা হয়েছে, কংগ্রেসনের অনুমোদন ছাড়া আপত্তিকর সামরিক পদক্ষেপ অস্বাভাবিক পরিস্থিতিতে সাংবিধানিক অনুপস্থিতি নয়। সূত্র: আল এ্যারাবিয়া।

সান নিউজ/এসএ

সিরিয়ায় বিমান হামলার উদ্দেশ্য ইরানকে হুশিয়ারি : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেনের ক্ষমতা গ্রহনের পর প্রথম ইরানকে উদ্দেশ্যে করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার কারনে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন এক প্রতিক্রিয়ায় জানান, এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) টেক্সাসের পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা যা ইচ্ছে করতে পারবে না। তার আগে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

তবে ইরাকে হামলার জবাবে সিরিয়ায় হামলার বিষয়ে সমালোচকেরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যই এর সমালোচনা করেছেন। আবার বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও সিনেটররা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি বলেছেন, অভ্যন্তরীণ আইনের বিষয় হলে মার্কিন কর্মকর্তাদের রক্ষায় অনুচ্ছেদ ২ ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং আগামীতে আরও আক্রমণের ঝুঁকি প্রতিহত করতে এটি বেছে নেওয়া হয়েছে।

প্যাসকির দাবি, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই হামলা আত্মরক্ষার অধিকার অনুসারে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছেন, গত বৃহস্পতিবার সিরিয়ায় হামলা হয়েছিল তার পরামর্শে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের লক্ষ্য সঠিক ছিল। তবে বিদেশে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কড়া সমালোচক সিনেটর টিম কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে কেইনের অফিস থেকে বলা হয়েছে, কংগ্রেসনের অনুমোদন ছাড়া আপত্তিকর সামরিক পদক্ষেপ অস্বাভাবিক পরিস্থিতিতে সাংবিধানিক অনুপস্থিতি নয়। সূত্র: আল এ্যারাবিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা