ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি। দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন। এবং চিকিৎসকদের সাথে কথাবার্তাও বলতে পারছেন।
প্রায় দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্তের ১০ দিন পর পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে লন্ডনের সেন্ট থোমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও অবনতি হলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।