ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৮৩৮ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৩ লাখ ১৯ হাজার ২৩৬ জন।
আজ সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে এক হাজার ৬৩৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২২ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজারেও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২১ হাজার ১৮৭ জন।
আজ যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মারা গছে যুক্তরাজ্যে। সেখানে একদিননে সর্বোচ্চ মারা গেছেন ৯৩৮। দেশটিতে করোনা সংক্রমিত হওয়ার পর একদনে এত রোগী মারা যায়নি যুক্তরাজ্যে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯১ জন। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারেও বেশি।
ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৪১ জন। দেশটিতে মারা গেছে সাড়ে ১০ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ১২ হাজার ৯৫০ জন।। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২১ হাজারের অধিক।
ইতালিতে মৃতের সংখ্যা কমে আসলেও নতুন করে মারা গেছে ৫৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৪০ হাজারেরও বেশি।
স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ । নতুন করে মারা গেছে ৬২৮ জন। এ নিয়ে মোট মারা গেলো ১৪ হাজার ৬৭৩ জন।
জার্মানিতে নতুন করে মারা গেছে ১৮০ জন, বেলজিয়ামে ২০৫ ও নেদারল্যান্ডে মৃতের ১৪৭, তুরস্কে ৮৭, কানাডায় ৪৬, ব্রাজিলে ১১৫ ও সাইজারল্যান্ডে ৭৪ জনের প্রাণহানি হয়েছে।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ২ জন। এ পর্যন্ত মারা গেলো ৩ হাজার ৩৩৩ জন।