আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে জানো হয়, ইউরোপের উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় গত শনিবার এ ঘটনা ঘটে।
নৌকাডুবির আগে প্রায় ১৫ ঘণ্টা ধরে সাহায্য চাইতে থাকে নৌকাটি। পরে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই এসব অভিবাসী প্রাণ হারায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আরও জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে রওনা দেয় নৌকাটি। নৌকাটি ডুবার আগে প্রায় ১৫ ঘণ্টা একটি বাণিজ্যিক জাহাজের সহায়তা চায়।
সান নিউজ/বিএস