আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো সীমান্তে কয়েক মাস অপেক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে শুরু করেছে অভিবাসন প্রত্যাশীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সান দিয়াগো সীমান্ত দিয়ে ২৫ অভিবাসন প্রত্যাশীর প্রবেশের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়।
এর মধ্য দিয়ে ট্রাম্প সরকারের কঠোর অভিবাসন নীতির পরিবর্তন আনতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ট্রাম্প সরকারের অভিবাসন নীতির ফলে মধ্য আমেরিকা থেকে আসা হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে যায়।
এদের মধ্যে অনেকে ফিরে গেলেও সহিংসতা, করোনার মতো ঝুঁকি নিয়েও সীমান্তে অবস্থান করছিলেন অনেকেই। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার কয়েকশ অভিবাসন প্রত্যাশী মেক্সিকোর তিহুয়ানা সীমান্তে ভীড় জমায়। তবে রেজিস্ট্রশন ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সান নিউজ/এসএম