আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে ইহুদিবাদীদের দখল-নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল বের করলে এতে হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।
শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি বাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে কমপক্ষে একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আনাদোলুর।
পশ্চিমতীরে একের পর এক ফিলিস্তিনি গ্রাম জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেটের পাশাপাশি তাজা বুলেটও ব্যবহার করে। ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন ফিলিস্তিনিরা।
কাঁদানে গ্যাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ১৯৬৭ সালে মাত্র ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করতে থাকে দখলদার ইহুদিবাদী দেশটি।
পশ্চিমতীর ও জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে একের পর এক ইহুদি বসতি নির্মাণ করে চলছে ইসরাইল।
সান নিউজ/এসএ